ময়মনসিংহ বন বিভাগ ৫টি প্রশাসনিক জেলা অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা এবং কিশোরগঞ্জ জেলা নিয়ে গঠিত যা ১৯৫০ সাল থেকে যাত্রা শুরম্ন করে। এ বন বিভাগে ৭১,২৮৭.২১ একর বনভূমি রয়েছে যার মধ্যে শেরপুর জেলায় ১৯,০৮৫.২৯ একর। এসকল বনভূমি তৎকালীন জমিদারদের নিজস্ব সম্পত্তি ছিল। এ অঞ্চলের শালবন আধুনিক ব্যবস্থাপনার জন্য জমিদারগণ বিভিন্ন সরকারী গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের নিকট ন্যসত্ম করেন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে উপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান হওয়ার সাথে সাথে জমিদারী প্রথা বিলুপ্ত হয় এবং এসকল বনভূমি সরকারের হাতে ন্যসত্ম হয়। জমিদারী বনভূমিসহ ব্যক্তিমালিকানাধীন বনভূমি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য ১৯৪৯ সালে প্রাইভেট ফরেস্ট অর্ডিন্যান্স জারী করা হয়। সরকারের হাতে অর্থাৎ বন বিভাগের নিকট এসকল বনভূমি ন্যসত্ম হওয়ায় উহা সংরক্ষণরত বন ঘোষণার নিমিত্ত ১৯৫৬ সন হতে বিভিন্ন প্রক্রিয়া শুরম্ন হয়। বন আইনের ৪ ও ৬ ধারার বিধান মতে জেলা প্রশাসক ফরেস্ট সেটেলমেন্ট অফিসার নিয়োগ প্রাপ্ত হয়ে এ পর্যমত্ম ২০ ধারায় গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫,৮৮৯.১৫ একর সংরক্ষণরত বন ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস